‘দ্য টিচার’ নিয়ে লজ্জিত নির্মাতা

0
144

খুলনাটাইমস বিনোদন: গত ২৫ জুলাই, এনটিভিতে প্রচার হয় একক নাটক ‘দ্য টিচার’। মাবরুর রশীদ বান্নাহ নির্মিত এ নাটকের একটি সংলাপ নিয়ে লিখিত অভিযোগ করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির দফতর সম্পাদক কৃষিবিদ এম এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। পাঠানো প্রতিবাদ লিপিতে জানানো হয়েছে, গত ২৫ জুলাই আপনার টিভি চ্যানেলে মাবরুর রশীদ বান্নাহ নির্মিত ‘দ্য টিচার’ নাটক প্রচার হয়েছে। নাটকটিতে ‘এগ্রিকালচার’ শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করা হয়েছে। যে সংলাপের কারণে দেশের কৃষি ও কৃষকদের সরাসরি অবমাননা করা হয়েছে এবং এগ্রিকালচার শব্দটিকে গালি হিসেবে নাটকে তুলে ধরা হয়েছে, যা কৃষির সঙ্গে জড়িত সকলের অনুভ‚তিতে আঘাত লেগেছে। নাটকটি অনলাইন থেকে অবিলম্বে সরিয়ে নেওয়াসহ সংশ্লিষ্টদের ক্ষমা চাইতেও বলা হয়। নাটকের অভিযুক্ত দৃশ্যে দেখা যায়, দুই বন্ধুর কথোপকথন। যেখানে এক বন্ধু নানাভাবে বোঝায় মেয়েদের কীভাবে রাজি করাতে হয়। বিষয়টি পছন্দ হয় না অপর বন্ধুর। তখন তিনি বলেন, ‘তুই একটা এগ্রিকালচার।’ আর এই সংলাপটি বলেন তরুণ অভিনেতা ইফতেখার রাফসান। এদিকে এমন অভিযোগ প্রসঙ্গে নির্মাতা বান্নাহ জানান, বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে। সঙ্গে সঙ্গে ওই অংশটুকু ইউটিউব প্রকাশ করা নাটকটি থেকে কেটে ফেলেছেন। যা কৃষিবিদ ইনস্টিটিউশন হয়তো জানেন না। অনাকাক্সিক্ষত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন বান্নাহ। ‘সুইপার ম্যান’ খ্যাত এই নির্মাতা বলেনÑ‘সত্যিকার অর্থেই অতি অসাবধানতাবশত এই অনাকাক্সিক্ষত ভুলটি হয়েছে। আমার বেশিরভাগ কাজে সমাজ ও দেশের মানুষের জন্য সঠিক, সৎ ও গঠনমূলক বার্তা থাকে। আমার কাজে কেউ ভুল মেসেজ পাক এটি মোটেও আমার কাম্য নয়। আমার পূর্ববর্তী এবং এই কাজটিতেও চেয়েছি মানুষকে ভালো মেসেজ দিতে। কিন্তু শব্দ প্রয়োগের ক্ষেত্রে এই ভুল হয়েছে। যা আমি স্বীকার করছি। এই ঈদেও কৃষকদের সম্মান জানিয়ে তৈরি করেছি ‘কালাই’ নামে একটি নাটক। যেখানে একজন পশুপ্রেমীর গল্প বলেছি। এই ভুলের জন্য সত্যিই অত্যন্ত দুঃখিত, ব্যথিত ও লজ্জিত।’ ‘দ্য টিচার’ নাটকের গল্প, চিত্রনাট্যও রচনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেনÑআব্দুন নূর সজল, অনামিকা ঐশী, রাশেদ আমরান, সাগর হুদা, জেরিন খান রতœা প্রমুখ।