দৌলতপুরে ভোক্তার অধিকারের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

0
345

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
নগরীর দৌলতপুর পাবলা এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগ ও জেলা কার্যালয়ের সমন্বয়ে মঙ্গলবার বাজার পরিদর্শনমূলক অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মঙ্গলবার জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযানে দৌলতপুর পাবলায় গ্রামীন এন্টারপ্রাইজ ও সাইমন এন্টারপ্রাইজকে আইসক্রীমের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, সর্বচ্চ খুচরা মূল্য, মেয়াদ উত্তির্ণের তারিখ না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ও ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থায় গ্রামীণকে ৫ হাজার এবং সাইমনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। জরিমানার অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্টান গুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণকে স্বচেতন করার জন্য তাদের মাঝে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর লিফলেট ও প্যাম্বলেট বিতরণ করা হয়। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর খুলনা প্রতিনিধি এবং নিরাপত্তায় ছিলেন এপিবিএন খুলনা সদস্যগণ।