দেশে লবণের ঘাটতি নেই-বিসিক

0
421

খুলনাটাইমস ডেস্কঃদেশে লবণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। কোরবানির মৌসুমে পশুর চামড়া সংরক্ষণের অন্যতম এই উপাদানের কৃত্রিম সঙ্কট তৈরি হতে পারে ব্যবসায়ীদের শঙ্কার প্রেক্ষাপটে মঙ্গলবার এক বিজ্ঞপ্তির এ তথ্য জানিয়েছে।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) তাদের বিজ্ঞপ্তিতে জানায়, এ বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট চাহিদা বাদ দিয়ে দেশে ১০ লাখ ৬৮ হাজার মেট্রিক টন লবণ মজুদ থাকবে।পশুর চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের দাম বাড়ার খবর সম্প্রতি গণমাধ্যমে এসেছে। চামড়া ব্যবসায়ীরা বলছেন, গত মে মাসে উৎপাদনের মৌসুম শেষে আয়োডিন ছাড়া প্রতিবস্তা (৭৫) লবণ ৭০০-৭০৫ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু গত এক সপ্তাহে লবণের দাম বস্তায় ২০০ টাকা বেড়ে গেছে। দাম না কমলে চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ ব্যবহার করা সম্ভব হবে না। ফলে গেলবারের মতো এবারও চামড়া নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন তারা।চামড়া ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এবছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রায় দুই লাখ টন লবণের প্রয়োজন হতে পারে।