দেবহাটা সড়কে বালুর ট্রাক চলাচলে মতবিনিময় সভা

0
544

মীর খায়রুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সখিপুর টু দেবহাটা উপজেলা সড়কে পুনরায় বালুর ট্রাক চালুর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঈদগাহ বাজারস্থ শহীদ মিনারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ইউপি সদস্য আবুল হোসেন ও জগন্নাথ মন্ডল।
উল্লেখ্য যে, শেখ হাসিনার উন্নয়ন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হকের বাস্তবায়নে সাতক্ষীরা মেডিকেল কলেজ, বাইপাস সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্মানের জন্য ব্যবহারকৃত ইছামতি নদী থেকে উত্তোলিত বালু শহরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান ভারী ট্রাকের মাধ্যমে বালু আনা নেওয়া করায় সড়কটি নষ্ট হয়ে যায়। এতে সখিপুর মোড় হতে দেবহাটা সড়কে বালুর ট্রাক বন্ধের দাবিতে গত ২ নভেম্বর মানববন্ধনও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারপর থেকে বালু ট্র্র্রাক বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে পুন:রায় বালু ট্রাক চলাচলের নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তরা বলেন, দেবহাটা সড়কে পুন:রায় বালু ট্রাক চলবে। তবে দিনে ১০টি এবং ৪টনের বেশি বহন করতে পারবে না। সাথে সাথে উক্ত উন্নয়ন কাজ শেষ হলে ১ কোটি ১০ লাখ টাকা এই রাস্তাটি নির্মানে প্রতিশ্রæতি দিয়েছেন জেলা প্রশাসক বলে জানিয়েছেন বক্তরা। #