দেবহাটা সেকেন্দ্রায় দোকান পুড়ে লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতি

0
513

দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা সেকেন্দ্রায় দোকান পুড়ে লক্ষধিক টাকার সম্পদ ক্ষতি। দিশেহারা অসহায় দুই পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে ইউপি সদস্য সাহেব আলী ওরফে ভোমরকে দোষারাপ। জানাযায়, উত্তর পারুলিয়া-সেকেন্দ্রা গ্রামের মৃত আনার গাজীর ছেলে রুহুল আমিন সেকেন্দ্র মোড়ে একটি দোকানে বিভিন্ন ধরণের খাবার ও চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় তিনি চা বি‌ক্রি করে রাত একটার দিকে বাড়িতে চলে যান। রাত আড়াই টার দিকে সেকেন্দ্রা মসজিদের ইমাম দোকানটি আগুনে পুড়তে দেখে দোকানদার রুহুল আমিনকে খবর দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেন। এসময় স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এরি মধ্যে দোকানে থাকা টিভি, গ্যাস সিলিন্ডার-চুলা, শো কেস সহ অন্যান্য মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। এছাড়া পাশ^বর্তী ফলের দোকানদার উত্তর পারুলিয়া গ্রামের ওহাব আলীর পুত্র জাহিদ আলমের দোকানটির অর্ধেকসহ দোকানের ভিতরে থাকা মালামাল পুড়ে গেছে বলে সরজমিনে দেখা যায়। তবে স্থানিয়রা এই দোকন দুইটিতে লক্ষধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে বলেন ক্ষতিগ্রস্ত দুই পরিবার খুব অসহায় হয়ে পড়েছে জানান। এ দি‌কে, দোকানদার রুহুল আমিন কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল এই দোকান। দোকান পোড়াতে আমি এখন দিশেহারা। দোকান পোড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি স্থানিয় ভুমি কমিটির সদস্য। গত দুই সপ্তাহ আগে স্থানীয় ইউপি সদস্য সাহেব আলীর সরকারী জায়গার গাছ কেটে অবৈধ ভাবে পাকা দোকান বানাননোর কাজে নিষেধ করলে সে আমাকে প্রচুর মারধর করে। সে সময় সে বলে, ২০১৩ সালে তোর দোকান ধোরাই দে কিছু করতে পারিনি। এবার তোর দোকান আর রাখবো না। উল্লেখ্য ইউপি সদস্য সাহেব আলী সরকারী নিষেধ অমান্য করে প্রভাব খাটিয়ে সেকেন্দ্র মোড় এলাকায় সরকারী জমিতে কয়েকটি গাছ কেটে পাকা দোকান নির্মান করে চলেছে। তবে এবিষয়ে ইউপি সদস্য সাহেব আলীর জানান, আমাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে দোষ দেওয়া হচ্ছে। আমি তাকে কখনো হুমকি দেয়নি। আমাকে আইনের চোঁখে অপরাধী সাজাতে এমন অপপ্রচার করছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।