দেবহাটা সরকারী হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

0
122

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার শতবছরেরও অধিক সময়ের মাধ্যমিক পর্যায়ের একমাত্র সরকারী ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের ২০২২ সালের এ্সএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুূষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরচন্দ্র পাল ও দশম শ্রেনীর ছাত্রী চৌতালী রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা বি বি এম পি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক,অভিভাবক ও বিদায়ী ছাত্র ছাত্রীসহ অন্যান্য ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ২৭, বানিজ্য বিভাগে ১৭ এবং মানবিক বিভাগে ৯০ জন সর্বমোট ১৩৪ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করবে।