দেবহাটা ম্যানগ্রোভ দেখতে সুপ্রিম কোর্টের বিচারপতি ও অতিরিক্ত রেঞ্জ ডিআইজি

0
612

আব্দুর রব লিটু, দেবহাটা:: সাতক্ষীরার জেলার ঐতিহ্যবাহী ইছামতি নদীর তীরে বেড়ে ওঠা রূপসী ম্যানগ্রোভ মিনি সুন্দরবন পৃথক পৃথক ভাবে দেখতে এলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। শনিবার বিকালে ইছামতি নদী ও রূপসী ম্যানগ্রোভের রূপ দেখতে এবং প্রশান্তির পরশ পেতে আসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, জেলা দায়রা জর্জ শেখ মফিজুল ইসলাম, সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতের আইজীবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার বনটির বিভিন্ন স্থান ঘুরে দেখার আমন্ত্রণ জানালে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ঘুরে বিচারপতি সন্তোষ প্রকাশ করেন। বনটির উন্নয়ন কর্মকান্ড বিষয়েও খোঁজ খবর নেন তিনি। সরকারি প্রচেষ্টায় ইছামতি নদীর তীরে মনোমুগ্ধকর বনটি গড়ে ওঠায় পর্যটকদের দৃষ্টিকার্ষণ করবে বলেও জানান বিচারপতি।
এদিকে, সন্ধ্যার আগমনের মুহূর্তে পরিবারের সদস্য নিয়ে রূপসী ম্যানগ্রোভ দেখতে আসেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন) হাবিবুর রহমান। এসময় সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি(তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার আবু হানিফ, এসআই আব্দুল জব্বারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অতিরিক্ত ডিআইজি দেবহাটা পরিদর্শনে এসে এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত দেবহাটা গড়তে পুলিশকে নির্দেশ দেন। সাধারণ মানুষের বন্ধু হয়ে পুলিশকে কাজ করার কথাও বলেন তিনি। তাছাড়া থানায় কোন প্রকার মানুষ হয়রানি না হয় সে ব্যাপারেও খেয়াল রাখার কথা জানান অতিরিক্ত ডিআইজি।