দেবহাটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

0
323

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি, খুলনাটাইমস:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্মানার্ধীন এক কোটি ৭৪ লক্ষ ৪৬ হাজার ৮৭৬ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। মঙ্গলবার বেলা দেড়টায় নির্মানাধীন কমপ্লেক্সে ভবনটির সার্বিক খোঁজখবর নেন তিনি।
উল্লেখ্য যে, গত বছরের ২৭ আগস্ট থেকে এলজিইডি’র বাস্তবায়নে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় উক্ত ভবনটির নির্মাণ কাজ। চলতি সালের ২৬ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা রয়েছে। ৩য় তলা ভবনটির প্রথম ও ২য় তলায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য আয় বর্ধণমূলক ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং ৩য় তলায় মুক্তিযোদ্ধাদের অফিস ঘর নির্মান করা হবে।
এসময় উপজেলা উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, নওয়াপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সাবুর আলী প্রমূখ।