দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের নামে অপপ্রচারে নিন্দা ওপ্রতিবাদ

0
402

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের চালিয়ে সম্মানহানী করার চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দরা। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি আক্তার হোসেন ডাবলু, যুগ্ন-সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, এমএ মামুন, জিএম আব্বাস উদ্দীন, মোমিনুর রহমান, আব্দুল আলিম মিঠু, সদস্য মোসলেম আলী, ফরহাদ হোসেন সবুজ, নাসিরউদ্দীন, মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান সুমন, আরিফুল ইসলাম, গাজী আশরাফুল ইসলাম, ইয়াকুব হোসেন রাজু, মফিজুল ইসলাম, লিটন পারভেজ প্রমুখ। উল্লেখ্য যে, গত ৮জুন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেবহাটায় উপজেলা সদরে কিছু অসহায় মানুষকে ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সিমেন্ট শীড প্রদান করা হয়। এসময় সীমা রায় নামের এক মহিলাসহ ৩ জনকে ৭২ পিচ করে এবং একটি প্রতিবন্ধী পরিবারকে ২০ পিচ করে শীড প্রদান করা হয়। সীমা রায়ের ঘর ছোট হওয়ার কারনে তা সম্মতিক্রমে ঐ প্রতিবন্ধী পরিবারকে আরো ১২ পিচ শীড প্রদান করা হয়। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন জিসান জানেন। কিন্তু একটি মহল বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার মত কৌশলে নেমে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আর এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে বাপ্পাকে মিথ্যাভাবে জড়িয়ে সম্মানহানীসহ সাংবাদিকতার আইন লঙ্ঘন করা হয়েছে। এ ধরনের হীন মানষিকতার জন্য অবিলম্বে উক্ত কুচক্রিমহলকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।