দেবহাটায় সেনাবাহিনীর সহায়তা পেল ৪ পরিবার

0
261

দেবহাটা প্রতিনিধি: সাম্প্রতিক বাংদেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ একটি পরিবারের মানবেতর জীবন যাপনের নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বাংলাদেশ সেনা বাহিনীর । পরে যশোর সেনা নিবাসের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে। একই সাথে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে গৃহনির্মানে সহযোগীতার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে সোমবার ঘূর্ণিঝড় আম্পানে বিপন্ন মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর নিরন্তর সেবার অংশ হিসাবে গৃহনির্মানের জন্য সিমেন্ট শীট বিতরণ করা হয়। দেবহাটা উপজেলার ৩ টি পরিবার প্রত্যেকে ৭২পিচ এবং অসহায় প্রতিবন্ধী পরিবারে ২০ পিচ সিমেন্ট শীট প্রদান করা হয়। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সহায়তায় ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের ক্যাপ্টেন জিসান এর উপস্থিতে এবং লেফঃ কর্ণেল ফারহান মনিরে নেতৃত্বে দেবহাটা প্রেসক্লাব চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে বাপ্পাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর দেওয়া এ সহযোগীতায় নতুন করে মাথা গোজার ঠায় হওয়ায় কৃতজ্ঞতা জানায় পরিবারগুলো।