দেবহাটায় সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণের সনদ প্রদান

0
125

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৩ মাস ব্যাপী সুইং মেশিন অপারেশন (দর্জি) প্রশিক্ষণের সনদপত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পারুলিয়া সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পিকেএসএফ’র অর্থায়নে বেসরকারি সংস্থা উত্তরণের বাস্তবায়নে (এসইআইপি) প্রকল্পের আওতায় এ সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ওয়ারেছীন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসান সিদ্দিকী। বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল কাইউম আজাদ, ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার আবু ইমরান, জব প্লেসমেন্ট অফিসার আবুল কালাম প্রমুখ।
এসময় ৩ মাসের প্রশিক্ষণ গ্রহনকারী ২৫ জন নারী উদ্যোক্তাকে সম্মননা সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের অর্থায়নে বেসরকারি সংস্থার বাস্তবায়নে পরিচালিত আত্ননির্ভরশীল মূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে বেকারত্ব দূরিকরণ এবং দেশের উন্নয়ন সাধন করাই লক্ষ্য।