দেবহাটায় সামাজিক ও পরিবেশ সুরক্ষায় করনীয় বিষয়ক কর্মশালা

0
95

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সামাজিক ও পরিবেশ সুরক্ষায় করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেল্ াপরিষদের হল রুমে দেবহাটা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। কর্মশালায় উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের খুলনা বিভাগীয় উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনসহ বিভিন্ন ইউপি সদস্য ও মৎস্যজীবি সমিতির সদস্য উপস্থিত ছিলেন ।
দিন ব্যাপি কর্মশালার দ্বিতীয় সেশনে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক তোফাজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের অধ্যপক প্রফেসর ড. খন্দকার আনিছুল হক। এ সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন অফিসার সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।