দেবহাটায় সাংবাদিকদের সাথে প্রতিবন্ধীদের পুনর্বাসন সেবা নিয়ে মতবিনিময়

0
381

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় প্রতিবন্ধীদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিক ও ডিপিও সদস্যদের সাথে প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম’র সহযোগীতায় বেসরকারি সংস্থা ডিআরআরএ ও নারীকন্ঠ’র পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা রিপার্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআরএ’র জেলা ম্যানজার আবুল হোসোন, কমিউনিটি মোবিলাইজার করবী স্বর্ণকার, ডিপিও সদস্য মনোয়ারা খাতুন, মুরশির্দা খাতুন, আছর আলী, সাবিয়া সুলতানা প্রমূখ। সভায় বিগত কয়েক মাসোর কাজের অগ্রগতি এবং আগামিতে প্রতিবন্ধীদের স্বাস্থ সেবা ও পুনর্বাসন করার লক্ষ্যে সিদ্ধান্ত ও মতামত গ্রহন করা হয়। তাছাড়া বিগত ৬ মাসে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিবন্ধীদের জন্য সেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে প্রকল্পটির পক্ষ থেকে। আগামীতে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ সেবা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একই সাথে প্রতিবন্ধীদের উন্নয়ন সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।