দেবহাটায় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের একীভূত শিক্ষা ওরিয়েন্টেশন

0
416

দেবহাটা(সাতক্ষীরা)প্রতিনিধি:
দেবহাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একীভূত শিক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার আয়োজন লিলিয়ানা ফন্ডস্ এর অর্থায়নে হাদিপুরস্থ ডিআরআরএ’র সভাকক্ষে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টশনে নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অকুপেশন থেরাপিস্ট গোলাম কিবরিয়া। এসময় নারী উন্নয়ন সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান, প্রোগ্রাম ফেসিলিটেটর পিকু মন্ডলসহ ১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রতিবন্ধীবান্ধব করে তোলার পাশাপাশি প্রতিবন্ধীদের বিশেষ ভাবে পাঠদানের বিষয়ে আন্তরিক হওয়ার কথা জানানো হয়। একই সাথে প্রতিবন্ধী শিশুদের ক্লাসে বেশি প্রধান্য দিয়ে তাদেরকে শক্তিতে পরিণত করতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানানো হয়।