দেবহাটায় সখীপুর আলিম মাদ্রাসার শিক্ষকের দাফন সম্পন্ন

0
405

দেবহাটা প্রতিনিধি : সকলকে কান্নার সাগরে ভাসিয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সখীপুর আলিম মাদ্রাসার শিক্ষক  রফিকুল ইসলাম (৪৮) এর। প্রাপ্ত তথ্যানুযায়ী, দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ল্যান্স ক্যান্সারে ভোগার পর ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ সকাল আনু: ১০.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নাংলা ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা ও নলতা হাইস্কুলের প্রয়াত সিনিয়র শিক্ষক মরহুম আব্দুল আজিজ এর ৩য় পুত্র রফিকুল ইসলাম রফিক। মৃত্যুকালে তিনি মা, এক পুত্র, স্ত্রী, ভাই, বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩১ মার্চ বুধবার সকাল পৌনে ১০ টায় গ্রামের বাড়ীতে মরহুম রফিকুল ইসলাম  এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ঘোনাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা  আবুল বাসার এর সঞ্চালনায় নামাজে জানাজা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা আবু সাঈদ। জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন মরহুমের বড় ভাই ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক  আজহারুল ইসলাম, মরহুমের  সন্তান সোহান ও সখীপুর আলিম মাদ্রাসার প্রভাষক তবিবুর রহমান। নামাজে জানাযায়  উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ  মুজিবর রহমান, মরহুমের ভাই শহিদুল ইসলাম, অহিদুল ইসলাম, মিজানুর রহমান সহ অন্যান্য আত্মীয়-স্বজন, বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক  মইনুদ্দিন খান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্লা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, সাবেক কর্মকর্তা আলহাজ্জ ডা.আকবর হোসেন, নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল্লাহ হাবীবি, নলতা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু মূসা, দেবহাটা উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার . মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস,সরকারি কেবিএ কলেজের প্রভাষক  মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক শাহজাহান কবীর, আবু তালেব, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি  আক্তারুজ্জামান, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সহকারী শিক্ষক  শহিদুল ইসলাম, নলতা ইউপি সদস্য  হারুন-অর রশিদ, থানার বশির আহমেদ, আলতাফ হোসেন, রুবেল হোসেন, ফয়সাল আহাদ, রাফসান বুলবুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজকর্মী, প্রতিবেশী সহ নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ।