দেবহাটায় শ্রেণিকক্ষে প্রতিবন্ধী ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ

0
329

দেবহাটা(সাতক্ষীরা)প্রতিনিধি:
দেবহাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণিকক্ষে প্রতিবন্ধী ব্যবস্থাপনা বিষয়ের উপর শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এএসআইপিডি প্রকল্পের আয়োজন লিলিয়ানা ফন্ডস্ এর অর্থায়নে ডিআরআরএ’র বাস্তবায়নে হাদিপুরস্থ কার্যালয়ের সভাকক্ষে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহনে দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ডিআরআরএ’র আঞ্চলিক সমন্বয়কারী(এডিএম) জি.এম আনজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অকুপেশন থেরাপিস্ট গোলাম কিবরিয়া। এসময় ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন, এপিটি প্রতাব কুমার পাল, এপিটি রুহুল আমিনসহ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রতিবন্ধীবান্ধব করে তোলার পাশাপাশি প্রতিবন্ধীদের বিশেষ ভাবে পাঠদানের বিষয়ে আন্তরিক হওয়ার কথা জানানো হয়।