দেবহাটায় যুবলীগ নেতার ঘেরে বিষ প্রয়োগ: থানায় অভিযোগ

0
508

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতার ঘেরে বিষ প্রয়োগ করার ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ঘের ব্যবসায়ী উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াবের পুত্র উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীন গাজী। জানা যায়, ২০১৯ সালে জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন হুমকি ধামকির পরিপেক্ষিতিতে একই গ্রামের মৃত রহিম সরদারের পুত্র আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, মৃত রজব আলী সরদারের পুত্র আবু ছাালেক, মৃত আমিন উদ্দীনের পুত্র দিনালী গাজীর বিরুদ্ধে একটি সাধারন ডায়রী (৫৯২/১৯) করে মহিউদ্দীন। দেবহাটা থানা বিষয়টি তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করে। যার নং- ১৬/১৯, তাং- ১১/১২/২০১৯। এসব ঘটনার সুত্র ধরে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মহিউদ্দীনের সমন্বিত মৎস্য ঘের প্রকল্পে বিষ প্রয়োগ করলে রাত ১১টার দিকে মাছ পানিতে ভাসতে দেখা যায়। এতে মহিউদ্দীনের মৎস্য ঘেরে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে ঐ দিন রাত আটটার দিকে আব্দুস সামাদ ও সাইফুল ইসলামকে যুবলীগ নেতা মহিউদ্দীন গাজীর ঘেরের পাশে ঘোরা ঘুরি করতে দেখা যায বলে অভিযোগ সুত্রে জানাযায়। এঘটনায় দেবহাটা থানায় চার জনের নামে,একটি লিখিত অুিভযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ মহিউদ্দীন গাজী। এ ব্যাপারেএ ব্যাপারে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা এ ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া কথাা স্বীকার করে বলেন,তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।