দেবহাটায় মিড নাইট সানের পরিবেশ পরিচ্ছন্নতা র‌্যালি ও আলোচনা সভা

0
228

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় মিড নাইট সানের উদ্যোগে পরিবেশ পরিচ্ছন্নতা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় বেসরকারি সংস্থা মিড নাইট সানের আয়োজনে ধোপাডাঙ্গা থেকে র‌্যালি শুরু করে সখিপুর বাজার প্রদক্ষিন করে মিড নাইট সানের কার্যালয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় মিড নাইট সানের পরিচালক নাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সুইডেনের সমাজকল্যান বিভাগের ব্যবস্থাপক শাহনাজ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির সহকারি পরিচালক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স, পারুলিযা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কামরুল ইসলাম সহ মিডনাইট সানের সকল সদস্য বৃন্দ।