দেবহাটায় মঙ্গলবার ঘোষনা হচ্ছে শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল

0
143

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা আজ। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-এস ১২০৬৮)’র দেবহাটা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষে তফসিল ঘোষনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এ নির্বাচনের প্রস্তুতি উপ-কমিটি। মঙ্গলবার সকাল ১১ টায় দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে তফসিল ঘোষনা করবেন প্রধান নির্বাচন কমিশনার জনাব বিধান চন্দ্র ম-ল। উল্লেখ্য দেবহাটা উপজেলায় একমাত্র সহকারী শিক্ষক সংগঠন কাজ করবে, এ লক্ষে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান উপজেলার সকল স্তরের শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে সহকারী শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করেন। কিন্তু উক্ত নির্বাচন কমিশন গত ইং ২ মার্চ তারিখে তফসিল ঘোষনার পরও মনোনয়ন পত্র সংগ্রহের নির্ধারিত দিনে গত ইং ৭ মার্চ তারিখে নির্বাচনে আগ্রহী শিক্ষক গণ মনোনয়ন পত্র সংগ্রহ করতে গেলে জানতে পারে ঐদিন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ আকষ্মিক ভাবে কতিপয় কারন দেখিয়ে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর নির্বাচন স্থগিতের আবেদন করেছেন। এদিকে এ ব্যাপারে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের আবেদনের পরি প্রেক্ষিতে উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক প্রতিনিধি নির্বাচনের যাবতীয় কার্যক্রম বাতিল করা হয়েছে। তবে শিক্ষকরা তাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করলে কোন বাধা নেই বলেও জানান তিনি।