দেবহাটায় ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন

0
94

দেবহাটা প্রতিনিধি: “ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন” “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। উপজেলা সমাজ সেবা অফিসার অধির কুমার গাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যেবক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক, উপজেলা ভূমি অফিসের কানুনগো ফরিদুর রহমান, ভিপি শাখার প্রধান সহকারী মোয়াজ্জেম হোসেন, নাজির প্রদীপ কুমার, সার্ভেয়ার শফিকুল ইসলাম, দেবহাটা সদর ও সখিপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা অরুন কুমার পাল, নওয়াপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান খান চৌধুরী, পারুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান, কুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কান্তি লাল প্রমুখ। উল্লেখ্য, ভূমি অফিসে অনলাইন সেবার মাধ্যমে বর্তমানে ঘরে বসে উন্নয়ন করা প্রদান করা যাবে, ঘরে বসে খতিয়ান ও ম্যাপ পাওয়া যাচ্ছে, অনলাইনে নামজারি এবং ভূমি অফিসের সকল সেবা পেতে ওয়েবসাইটের মাধ্যমে একক্লিকেই সকল সেবা পাওয়া যাবে।