দেবহাটায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

0
111

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি(সেলপ)’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময়উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো তিতুমীর ,প্রাণী সম্পদ কর্মকর্তা তৌহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন,পারুলিয়া ইউপি চেয়াম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার শাহাজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, দেবহাটা সরকারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,ব্য্রাকের সেলপ’র জেলা ব্যবস্থাপক হুমায়ন কবির,উপজেলা অফিসার সামছুর নাহার পারভীন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।