দেবহাটায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে রাতের আধারে সরকারী গাছ কর্তন

0
393

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে রাতের আধারে সরকারি গাছ কেটে নিয়েছে এক মামলাবাজ পরিবার। উপজেলার সখিপুর ইউনিয়নের খান বাহাদুর আহছান উল্লা কলেজ মাঠের উত্তর-পূর্ব পাশে মৃত শেখ এবাদুল্লাহর পুত্র মামলাবাজ মুনছুর আলী ওরফে বানদড়ী, তার পুত্র মোস্তাফিজুর রহমান ও স্ত্রী আলেয়া খাতুন মিলে সরকারী জমির উপর থেকে রাতের আধারে চুরি করে আনুমানিক ২০/৩০ হাজার টাকা মূল্যের বড় আকৃতির একটি শিশু গাছ কেটে ফেলে। স্থানীয়রা জানান, মুনছুর আলী সহ তার পুত্র মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের লোক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গাছের মুল কান্ডসহ বেশির ভাগই পাশ্ববর্তী একটি “ছ” মিলে লুকিয়ে রাখে। সরেজমিনে দেখতে গেলে গাছের গোড়া সহ অবশিষ্ঠাংশ তার বাড়িতে দেখতে পাওয়া যায়। এসময় রাতের আধারে সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চাইলে ডিসির আদেশ রয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। কিন্তু তিনি কোন কাগজ দেখাতে পারেন নি। উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের উত্তর পাশ্বের একটি সরকারি রাস্তায় দখল করে রাস্তার ইট তুলে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয় এই মামলাবাজ পরিবার। রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মান করায় ঐ এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় এলাকাবাসী প্রতিবাদ করলে উল্টো ক্ষিপ্ত হয় মুনছুর আলীর পুত্র মোস্তাফিজুর রহমান মোস্তো। পরে স্থানীয়রা ইউপি সদস্য আকবর আলীকে জানালে তিনি এসে রাস্তা খুলে দেওয়া কথা জানালেও কোন তোয়াক্কা না করায় দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। অভিযোগে মুনছুর আলীর স্ত্রী আলেয়া খাতুন, পুত্র মোস্তাফিজুর রহমান মোস্তো, স্ত্রী আলেয়া খাতুনকে বিবাদি করা হয়। সেসময় বিষয়টি সখিপুর ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি একজন গ্রাম পুলিশ পাঠিয়ে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে জানাগেছে, মোস্তাফিজুর রহমানের পরিবার দীর্ঘদিন সরকারি খাস জমিতে ডিসিআরের নাম করে বসবাস করে আসছে। সে লোভের বশিভূত হয়ে উক্ত গাছ কেটেছে এবং সেই সময় সরকারি রাস্তার ইট তুলে প্রচীর নির্মানও করেছিল। তাছাড়া উক্ত পরিবারটি খুটিনাটি বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন লোককে ফাঁসাতে ও হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা করে থাকে বলে জানান এলাকাবাসী। এবিষয়ে দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিলনা। অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।