দেবহাটায় প্রতিবন্ধী দিবস পালন

0
572

দেবহাটা প্রতিনিধি: “অভিগম্য আগামীর পথে”প্রতিপাদ্য সামনে রেখে ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস রবিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সাথে বেসরকারী সংস্থা নারীকন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী ও প্রদীপ প্রজেক্ট এ দিবসটি পালন পালন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগ ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, বিআরডিবি অফিসার রাকির হাসান, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালাম, কিশোরী প্রজেক্ট থেকে সুকুমার রায়, হিসাবরক্ষক এবং প্রদীপ প্রজেক্টের প্রজেক্ট কো-অডিনেটর মুজিবর রহমান, কমিউনিটি মবিলাইজার সুবর্না পারভীন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা সমাজ সেবা অফিস থেকে ৫ জন প্রতিবন্ধী শিশুকে সহায়াক উপকরন বিতরন করা হয়।