দেবহাটায় দুঃস্থ নারীদেরকে সেলাই মেশিন বিতরন করলেন রুহুল হক এমপি

0
381

মীর খায়রুল আলম:
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ রুহুল হক এমপি। উপজেলা চাঁদপুর
আনসার ভিডিপি ক্লাবে সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুহুল হক এই সেলাই মেশিনগুলো বিতরন করেন। এডিপির অর্থায়নে বাস্তবায়িত উপজেলার ২৫ জন দুঃস্থ নারীকে ৪ মাসব্যাপী দর্জি প্রশিক্ষন শেষে বিনামূল্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব
আলম খোকন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান স্থানীয়
ইউপি সদস্য আবুল কাশেম, নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়ন ও দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে এই ধারাবাহিকতা বজায় রেখে সকলকে একযাগে কাজ করার আহবান জানান। তিনি যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের চেহারা জনসম্মুখে প্রকাশ করে তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য সাধারন মানুষের প্রতি আহবান জানান। শেষে ২৫ জন নারীকে তিনি সেলাই মেশিন বিতরন করেন।