দেবহাটায় জেলা রোভারের ত্রয়োদশ মুটের উদ্ভোধনী অনুষ্ঠানে ডাঃ আফম রুহুল হক এমপি

0
443

আব্দুর রব লিটু, দেবহাটা: দেবহাটায় জেলা রোভারের ত্রয়োদশ মুটের উদ্ভোধনী অনুষ্ঠানে আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রোভার স্কাউটদের আরো দায়িত্বশীল হতে হবে। বঙ্গুবন্ধু কন্যা বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। স্বাধীনতা পরবর্তী তিনি বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ৭৫’র ১৫ আগষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্থানী দোষররা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এ উন্নয়ন বাধাগ্রস্ত করে রেখেছিল। কিন্তু সেদিন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে স্বপ্ন পুরনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।আজ আমরা স্বল্প উন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে পরিনত হয়ে উন্নত দেশে পরিনত হতে চলেছে। এই বছর বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী হিসেবে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। মাদক,জঙ্গী,বাল্য বিবাহসহ সকল প্রকার দূর্নীতিকে মুক্ত করে জিরো টলারেন্স আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাই রোভার স্কাউটদেরও এ সকল কাজ বাস্তবায়নের জন্য দায়িত্ব নিতে হবে।তা ছাড়া দেশের চলমান উন্নয়ন আরো বেগবান করা হয়েছে।তাছাড়া তিনি আরো বলেন, শুধু খেলা ধুলো বা লেখা পড়া করলেই চলবে না। দেশের কল্যানেও কাজ করতে হবে। সব কিছু মিলেই জীবন।আর কখনই এই মুজিব শতবর্ষের অনুষ্ঠান তোমরা পাবে না।তাই এই জন্ম শত বার্ষিকীতে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে তোমাদেরকে একজন সু নাগরিক হিসেবে দেশের নেতৃত্বে আসার যোগ্যতা অর্জন করতে। শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি এস,এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোভর মুটের উদ্ভোধন কালে এ সব কথা বলেন, বাংলাদেশ আওয়ামীরীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি,সাবেক স্বাস্থমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ ও মুট চীফ প্রফেসর মোঃ মনিরুজ্জামান(এলটি), খুলনা রোভার অঞ্চলের রোভার নেতা প্রতিনিধি শহীদুল ইসলাম, ডেপুটি মুট চীফ ও সরকারি খান বাহাদুর আহছ্ান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জেলা রোভার স্কাউটের কমিশনার ইমদাদুল হক, এ এস এম আব্দুর রশিদ, সাধারন সম্পাদক এসএম আসাদুজ্জামান, যুগ্ন সম্পাদক আবু তালেব, রোভার লিডার মনিরুজ্জামান মহসিন প্রমুখ। এসময় বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, রোভার লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, অংশ গ্রহনকারী রোভার এবং স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন । এছাড়া ২৯ ফেব্রুয়ারি শনিবার সকালে ষষ্ঠ কমডেকার উদ্বোধন করবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রকল্প) মো. মহসীন।