দেবহাটায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল: ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করার আহবান

0
582

আব্দুর রব লিটু, দেবহাটা: ডেঙ্গু ভাইরাস বর্তমান বাংলাদেশের একটি বিশেষ সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই ভাইরাস মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন পানি জমতে দেওয়া যাবে না। মশা জন্মানোর পরিবেশ ধ্বংশ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। এসব বিষয় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সারা সাতক্ষীরায় যত জন ডেঙ্গু রুগি পাওয়া গেছে তার ভেতরে দেবহাটার একজনও নেই বললেও চলে। এতে বোঝা যায় দেবহাটার মানুষ কতটা সচেতন। ঢাকা সহ সারাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন দরদি সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে পারুলিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি আরো বলেন, ডেঙ্গু মোকাবেলায় সামাজিক ভাবে তথা স্ব স্ব কর্মস্থল এমনিকি বাড়ির আঙ্গিনায়ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশা জন্মানোর উৎপত্তি স্থল পরিস্কার পানি যাতে কোথাও না জমতে পারে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্ঠি রাখতে হবে। ডেঙ্গুতে আতঙ্কের কিছু নেই, সচেতনতা এবং সুচিকিৎসার ব্যবস্থা করলে এসমস্যার সমাধান হবে। এসময় তিনি বর্তমান সরকারে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমরা বহিঃবিশে^র উন্নত দেশে মেট্রো রেল দেখেছি, কিন্তু আমরা কখনো মেট্রো রেলের স্বপ্ন দেখিনি। আমাদের দেশের মেট্রো রেল চালু হচ্ছে এটা আমাদের জন্য অত্যান্ত আনন্দের। পদ্মা সেতুর মত বৃহৎ সেতু আমাদের দেশের অর্থায়নে নির্মিত হচ্ছে। বাংলাদেশ এখন বিশে^র উন্নয়নের রোল মডেল। তাই আপনারা সচেতন হোন, দেশের উন্নয়নে এগিয়ে আসুন। তাহলেই এদেশ উন্নত দেশে পরিণত হবে। আলোচনা সভা শেষে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হতে বাসস্টান্ড অভিমুখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালিতে অংশ গ্রহন করেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। শুক্রবার সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর,কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে,এম রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।