দেবহাটায় জনশুমারি ও গৃহ গণনার অবহিতকরণ সভা

0
90

দেবহাটা প্রতিনিধি: “জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন’ “জন শুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় জনশুমারী ও গৃহগণনার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ থেকে ২১ জুন দেশ ব্যাপি চলবে জনশুমারি ও গৃহগণনা এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শুমারি কমিটির সভাটি অনুষ্ঠিত। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও শুমারী কমিটির সভাপতি এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। পরিসংখ্যান অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমন্বয়কারী আমজাদ হোসেনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিসংখ্যান অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা সমন্বয়কারী শশান কুমার মন্ডল, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, শিক্ষা অফিসার শাহাজান আলী, সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আনছার ভিডিপি কর্মকর্তা আশালতা পারভিন, পরিসখ্যান অফিসের জোনাল অফিসার আব্দুস সামাদ, ফারুক হোসেন, তাপসি রানী, উপজেলা পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত অশিম কুমার মন্ডলসহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। সভায় আগামী ১৫-২১জুন সঠিক তথ্য নিয়ে কিভাবে জনশুমারি ও গৃহগণনা করা যায় তার চিত্র প্রোজেক্টরের মাধ্যমে উপাস্থাপন করা হয়।