দেবহাটায় চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট দানবীর সৈয়দ আবুল হাসান

0
201

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নিজ জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট দানবীর সৈয়দ আবুল হাসান ছউদ (কাজি সাহেব)। শনিবার বাদ জোহর জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নিজ বাড়িতে শেষ বারের মত দেখতে আসেন এবং জানাজা নামাজে উপস্থিত হন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, সিনিয়র সভাপতি আলহাজ্ব আনছার আলী, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম আনু, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন সহ বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক হাজার মানুষ। এদিকে ঈদগাহ হাট-বাজার দোকান ব্যবস্থাপনা কমিটির নির্দেশে শনিবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় স্কায়ার হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার শ্যামলী ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।