দেবহাটায় চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

0
296

আব্দুর রব লিটু, দেবহাটা: দেবহাটার গাজীরহাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় দেবহাটা প্রেসক্লাবে উপজেলার রামনাথপুর গ্রামের মৃত গাজী মুনছুর আলীর ছেলে পল্লী চিকিৎসক ডাঃ গাজী সামছুল হক (৫৫) বলেন, তিনি একজন গ্রাম্য ডাক্তার। তার গাজীরহাট বাজারস্থ “এ ফিস”র সামনে একটি দোকানে ১৯৮৭ সাল থেকে গ্রামের অবহেলিত মানুষের সাধারন সেবা দিয়ে আসছেন। দীর্ঘ ৩২বছর ধরে সুনামের সাথে গ্রামের মানুষের চিকিৎসা সেবা দিতে আসছেন। এখনো পর্যন্ত তিনি কোন সমস্যার সম্মুখিন হননি বা কোন ব্যক্তিকে ভুল চিকিৎসা দেননি। গত ২২-০৪-১৯ তারিখে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর গ্রামের মৃত কিনুপদ সরকারের ছেলে দুলাল সরকারের কোমরে ব্যথা অনুভব করলে সে তার কাছে পরামর্শ নিতে আসে। তিনি দুলালের সমস্যার কথা শুনে বোঝেন তার কোমরের ব্যাথার সমস্যা বহুদিনের। তিনি দুলালকে বড় ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিলে সে তার নিকট থেকে প্রাথমিকভাবে চিকিৎসা নিতে চান। তখন তিনি তাকে প্রাথমিকভাবে “রোলাক-৬০মি.লি” ইনজেকশন দেন। পরপর তিন দিন ১টি করে “রোলাক-৬০মি.লি” ইনজেকশন দেওয়ার পর দুলালের কোন উপকার না হলে তিনি দুলালকে সাতক্ষীরা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ প্রদান করেন। তারপর থেকে উক্ত রোগীর বিষয়ে তিনি আর কোন কিছুই জানেননা। কিন্তু পরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তার দীর্ঘ চিকিৎসা জীবনের সুনাম নষ্ট করতে এবং তার সামাজিক মান মর্যাদা নষ্ট করতে উক্ত রোগী দুলালকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে উল্লেখ করে তার নামে নানারকম অপপ্রচার চালাতে থাকে। তারা দুলালকে ভুল বুঝিয়ে প্রভাবিত করে তার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে জানায়। তাছাড়া সাংবাদিকদের ভুল বুঝিয়ে উক্ত অসাধু ব্যক্তিরা তার নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে তার মান সম্মান নষ্ট করেছে বলে ডাঃ সামছুল হক জানান। বিষয়টি তিনি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন।