দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যার ঘটনায় মামলা : তৎপর পুলশি

0
935

আব্দুর রব লিটু,দেবহাটা : দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যা কান্ডের ঘটনায় থানায় মামলা। পুলিশ তৎপর । পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন। অচিরেই বেরিয়ে আসতে পারে হত্যার রহস্য। জানাযায়, সাতক্ষীরার দেবহাটায় এক ইজিবাইক চালককে নির্যাতনের পর শ^াসরোধ করে হত্যা করার ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন । মামলার বাদী নিহত মনিরুলের ভাই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইসমাঈল গাজীর পুত্র আমিনুর রহমান (২২)‘র মামলার বিবরণ সূত্রে জানাযায়, নিহত মনিরুল গত ২৫ জুন বিকাল ৩ টার দিকে তার ভাড়া চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। ঐদিন রাত ১০ টা ২৬ মিনিটে মনিরুলের সাথে তার স্ত্রীর ফোনে কথা হয়। কিন্তু পরবর্তীতে মনিরুলের ফোনটি বন্ধ পাওয়া গেলে তারাসহ আত্মীয়স্বজনরা মনিরুলকে খোজাখুজি করতে থাকে। পরে সকাল সাড়ে ৫ টার দিকে তারা সংবাদ পায় তার ভাই মনিরুলের মৃত দেহ সখিপুরস্থ জনৈক আশিষ মন্ডলের বেগুন ক্ষেতে পড়ে আছে। সেখানে গিয়ে তারা দেখতে পান তার ভাই মনিরুলের মাথার পিছনের অংশে, ডান পাশের ঘাড়ে, পিঠের ডান পাশে, বুকে, বাম হাতের বাহুতে, বাম পায়ের পাতায়, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে ও তার পাশের আঙ্গুলের মাঝখানে এবং অন্ডকোষের ডান পাশে কাটা অবস্থায় আছে ও গলায় সাদা রঙয়ের নাইলনের দড়ি আছে। মামলা নং ০৯, পেনাল কোড ১৮৬০ ধারা ৩০২/৩৯৪/৩৪. তাং ২৬-০৬-২০২০ ইং। এদিকে ঘাতকরা মনিরুলকে হত্যা করে যেখানে ফেলে রেখে গিয়েছিল সেই ঘটনাস্থলটি শুক্রবার রাত ১০ টার দিকে সরেজমিনে পরিদর্শন করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) । এসময় দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এসময় দ্রুত ঘাতকদের খুজে বের করে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে নির্দেশনা দেন। এদিকে এমন একটি চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় সাধারন মানুষের মঝে আতংক বিরাজ করছে। হত্যাকারীরা শুধুই কি একটি ইজিবাইকের জন্য একটি তরতাজা প্রাণ কেড়ে নিল নাকি এর মধ্যে অন্য কোন রহস্য আছে। এসব নিয়েও অনেকের মধ্যে বিরাজ করছে উৎকন্ঠা। কেহ কেহ মনে করছে যদি কেবল মাত্র ছিনতাইয়ের জন্য হয় তাহলে তাকে হত্যা না করেও ইজিবাইকটি নিয়ে যেতে পারতো ক্লিরাররা। তাছাড়া বিশ্বায়ানের এ যুগে মোবাইল ট্রাকিং করলেও ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসতে পারে বলে অনেকের ধারণা। মামলাটির তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। সর্বাধিক গুরুত্ব দিয়ে মামলাটি ক্লু উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু বিষয় জানা গিয়েছে যা মামলার তদন্তের স্বার্থে এই মূহত্বে বলা যাবেনা। তবে খুব শিঘ্রই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।