দেবহাটায় করোনা ভাইরাসকে পুজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি : বিপাকে হোম কোয়ারেন্টাইনেরা

0
307

আব্দুর রব লিটু,দেবহাটা : দেবহাটায় করোনা ভাইরাসকে পুজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতি। বিপাকে পড়েছে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিসহ সাধারন জনগন। সম্প্রতি বিশ্ব জুড়ে একটাই আতঙ্ক। যার নাম নভেল করোনা ভাইসার। আর এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাতক্ষীরায় দেবহাটাতেও। এআতঙ্কের ফলে দারুনভাবে বিপাকে পড়েছে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা। খোজ নিয়ে জানাযায়, দেবহাটার হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির অধিকাংশই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে। তারা ২/৪ দিনের জন্য চিকিৎসা সেবা এবং অতি প্রয়োজনীয় কাজে ভারত গমন করে।তা ছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির অধিকাংশই সাংসারিক দিক থেকে একমাত্র উপার্জন কারী ব্যক্তি। তাই সঙ্গত কারনে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের পরিবার । তথ্যঅনুসন্ধানে এমন পরিবারের সন্ধানও মিলেছে, যে পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ভারতের বসিরহাট ও কোলকাতা থেকে চিকিৎসা নিয়ে ৫ দিনের মাথায় বাড়িতে ফিরে আসে। ফিরে এসেই পড়ে হোম কোয়ারেন্টাইনে ।উপার্জন তো নেই , তাতে বাজার করার কেহ নেই। এ যেন মানবেতর জীবনের এক কঠিন পরীক্ষা। কিন্তু দেশ. সমাজ এবং প্রত্যেকের নিজের জীবনের করোনা ঝুকি এড়াতে এটা বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ন পদক্ষেপ।তাই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ছোট-বড় সকলে। এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পাশাপাশি সাধারন জনগনও কম বিপাকে নয়। সপ্তাহ যেতে না যেতেই প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কেজি/লিটার প্রতি ৫-১৫ টাকা। ২/৩ দিনের ব্যবধানে শুধুমাত্র রসুনেই বেড়েছে কেজিতে ৫৫/৬০ টাকা।পেয়াজ আর আদার দাম বেড়েও প্রায় দ্বিগুন হয়েছে। এক শ্রেনীর পুজিবাদী মুনাফাখোর অর্থলোভী ব্যবসায়ী মোটা টাকার লোভে করোনা ভাইরাসকে পুজি করে পন্যের দাম বাড়িয়েই চলেছে । এ যেন মড়ার উপর খাড়ার ঘা। তবে এ ব্যাপারে প্রশাসনের আছে কঠোর নজরদারী। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন চাল মজুদ করে বেশিদামে বিক্রি করার অভিযোগে কয়েক জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা প্রদান করেন।