দেবহাটায় করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের কর্মশালা

0
104

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কোভিড-১৯( করোনা) প্রতিরোধ প্রকল্পে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিসেফ এর সহযোগীতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়নে দেবহাটা প্রেসক্লাবের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার, বে-সরকারী সংস্থা সার্সে’র স্বাস্থ্য কর্মকর্তা মনোজ হালদার, দেবহাটা সার্বজনীন গীতা নিকেতনের শ্যামল সরকার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জেলা সমন্বয়কারী কাকলী সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পারুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক রিফায়েত হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক ইসমাইল হোসেন, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক রিজমা সহ বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আইএসপি অফিসার আজমির হোসন।
এসময় বক্তরা বলেন, কোভিড-১৯ যে কতটা ভয়াবাহ আমাদের চোখের সামনে তা দেখেছি। আমরা চাইনা এমন পরিবেশ আর ফিরে আসুক। তবে এখনো কিন্তু আমরা পুরোপুরি মুক্ত না। সেজন্য আমাদের সচেতনতার দরকার আছে। সাথে সাথে সবাইকে এই সম্পর্কে আরো বেশি বেশি জানাতে হবে। শতভাগ মানুষকে টিকা গ্রহনে উৎসাহিত করতে হবে। এছাড়া সংস্থাটির পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ নেওয়ায় স্বাধুবাদ জানানো হয়।