দেবহাটায় করোনায় আক্রান্ত ও লকডাউনে থাকা পরিবারের মাঝে আলফার খাদ্য সামগ্রী বিতরণ

0
519

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কারোনা আক্রান্ত ব্যক্তি এবং তার বাড়ির পার্শ্ববর্তী লকডাউনে থাকা ১০ পরিবারের চাল,ডাল,মসলাসহ ১০দিনের কাচাবাজার হাতে তুলে দিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা। এ ছাড়া সখিপুর সরকারী খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২৪ জনের মাঝেও খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। ইতিপুর্বে জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা বর্তমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে দেবহাটার কর্মবঞ্চিত অসহায় সহ¯্রাধীক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন । প্রাথমিক পর্যায়ে তিনি করোনা ভাইরাস সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরন করেন।তারপর পর্যায় ক্রমে তিনি অসহায় মানুষের পাশে দাড়ান এবং উপজেলার ৫টি ইউনিয়নে কর্মহারা মানুষের বাড়িতে যেয়ে ব্যক্তিগত তহবীল হতে খাবার পৌছে দেওয়ার উদ্যোগ গ্রহন করেন।এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে প্রথমে তিনি উপজেলার করোনা অক্রান্ত ব্যক্তির বাড়ি ও তার বাড়ি সংলগ্ন লগ ডাউনে খাকা ১০ পরিবারের মাঝে ১০দিনের খাদ্য সামগ্রী তুলে দেন। পরে তিনি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে চিকিৎসাধীন করোনা রোগীর বিভিন্ন ফল এবং পানি গরম করার হিটার সহ কিছু সরঞ্জাম তুলেদেন। এছাড়া প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২৪ জনের মাঝেও খাদ্য বিতরণ করেন জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা। এ সময় সদর ইউপি চেয়াারম্যান আবু বকর গাজী, ইউপি সদস্য আরমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত পহেলা মে নারায়ণগঞ্জ থেকে ঐ ব্যক্তি সহ আরো ২৪ ব্যক্তি এলাকায় ফিরলে তাদেরকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর ৩ মে ১০জনের নমুনা সংগ্রহ করে খুলনায় প্রেরণ করা হয় । ৫ মে আশা রিপোর্টে একজনের করোনা পজিটিভ ধরা পডছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তি সহ নারায়নগঞ্জ থেকে আসা অন্যান্যরা প্রতিষ্ঠানিক কোয়াারেন্টাইনে রয়েছে।