দেবহাটায় ইছামতি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে আটক-৫

0
632

 

আব্দুর রব লিটু, দেবহাটা: দেবহাটায় ইছামতি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে পুলিশের হাতে ৫জন আটক হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দেবহাটা থানা সংলগ্ন নদী থেকে অবৈধ্য ভাবে বালু উত্তোলনের সময় তাদেরকে আটক করা হয়। জানা যায়, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী নদী ইছমতিতে দেবহাটা থানা সংলগ্ন এলাকায় বালু ড্রেজার মেশিন দিয়ে অবৈধ্য ভাবে বালু উত্তোলন করতে থাকলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা খবর পেলে তার নির্দেশে এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার নাংলা গ্রামের শহিদুল গাজীর পুত্র আব্দুর রহমান (৩০), কালিগঞ্জ উপজেলার চাচাই গ্রামের ওয়াজেদ আলী গাজীর পুত্র মোজাম্মেল হক, একই উপজেলার কালিকাপুর গ্রামের হাবিবুল্লাহর পুত্র মিলন সরদার (২৮) একই গ্রামের আজিবর রহমান ঢালির পুত্র আবুল হাসান (২৫) এবং দেবহাটা উপজেলার খাসখামার এলাকার মৃত আনছার আলী মোল্যার পুত্র হুদয় হোসেন (৩০)। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১মাস করে সাজা প্রদান করা হয়। তবে একটি সূত্রে জানা যায়, বালু উত্তোলন কারী এই চক্র স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করতো। তাছাড়া এই বালু উত্তোলনের পর নদীর পাড়ে রাখার ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজাতির গাছ বিন্ষ্ট হচ্ছে। এতে এক দিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অপর দিকে নদী গর্ভ থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙ্গে ভুখন্ড বিলিন হচ্ছে বাংলাদেশের সীমান্ত।