দেবহাটায় ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষান্মাসিক সভা

0
403

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পূর্ণাবাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেজ-২ এর আওতায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন এন্ড রিচার্স এসোসিয়েশন (ডিআরআরএ) এর পরিচালনায় অস্ট্রেলিয়ান এইড এর অর্থায়নে এবং বাংলদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিবিএম’র সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেলা ম্যানেজার আবুল হোসেন। ডিআরআর’র কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকারের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, মোকারম শেখ, সালাউদ্দীন সরাফি, আব্দুল আলিম, ফরহাদ হোসেন, সাহেব আলী, গোলাম ফারুক, শহিদুলইসলাম, সিরাজুল ইসলাম, নুরবানু কাদেরী, নারগীস খাতুন, হামিদা বেগম, পারুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম, ডিপিও প্রতিবন্ধী সদস্য আছের আলী, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার সাবিয়া সুলতানা, কমিউনিটি ভলেনটিয়ার রেশমা খাতুন প্রমূখ। সভায় প্রতিবন্ধীদের বিভিন্ন সেবার বিষয়ে আলোচনা করা হয়।