দেবহাটায় আধা নিবিড় চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ে দিন ব্যাপি কর্মশালা

0
102
 দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আধা নিবিড় চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিন ব্যাপী পারুলিয়াস্থ আইডিয়াল প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উইনরক ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগীতায় এমএফআই- এনজিও কর্মীদের জন্য “নির্দিষ্ট ঋণ পণ্যের পরিচিতি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সত্যনারায়ন রায়, এ্যাসেসট্যান্ট ফাইন্যান্স কো-অর্ডিনেটর শহিদুল আলম খাঁন, হ্যাচারী @ গলদা ফার্মিং স্পেশালিষ্ট সুকুমার রায়, এডিও এগ্রিকালচার অফিসার (সেফটি) মাসুদ কামাল, পরিচালক এসডিসি জাহিদুল হাসান, আইডিয়়ালের কো-অর্ডিনেটর (এম.এফ) আবুল কালাম আজাদ, এমইএল কো-অর্ডিনেটর (সেফটি) কামরুজ্জামান। কর্মশালায় উপকুলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় আধা নিবিড় চিংডি় চাষ বিষয়ক আলোচনা করা হয়। এছাড়া উইনরক ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা খুলনা বিভাগের ১০টি উপজেলায় ২৫০০ মৎস্য চাষীদের দীর্ঘ ৫ বছর আধানিবিড় চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে আসছেন। এসময় প্রশিক্ষণার্থী চাষীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য আইডিয়াল, টিএমএসএস এবং সাস সংস্থাকে অনুরোধ জানানো হয়।