দেবহাটায় আতœকর্মসংস্থানের লক্ষ্যে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ

0
347

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটার টাউনশ্রীপুরে দুঃস্থ, অসহায়, বেকার নারীদের আতœকর্মসংস্থানের লক্ষ্যে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। রবিবার বিকাল ৪টায় অনিক ব্যবসায়ী সমবায় সমিতি ও অনিক ফাউন্ডেশনের যৌর্থ আয়োজনে ১মাসের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ সদর ইউনিয়নের টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সদর ইউনিয়নের ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও আজগর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, অনিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি আবু সাঈদ, রিপোর্টাস ক্লাবের অর্থ সম্পাদক এম.এ. মামুন, অনিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা এবং ৪০জন নারী প্রশিক্ষাণার্থী। উদ্বোধন অনুষ্ঠানে বক্তরা বলেন, শেখ হাসিনার দক্ষ নেতর্েৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বে-সরকারি সংস্থাগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিতে নারীদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ সময় উপযোগী একটি বিশেষ উদ্যোগ। তাই প্রশিক্ষণের জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের উন্নয়নে অংশ নিতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়।