দেবহাটার ৫ ইউনিয়নে গনটিকার উদ্বোধন

0
131

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৫ ইউনিয়নে একযোগে গনটিকার উদ্বোধন করা হয়েছে। শনিবার সারাদেশের ন্যায় একযোগে এ টিকা কর্মসূটির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন জন্য রেজিস্ট্রেশন কাজের শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।এসময় উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধনে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,দেবহাটা সদর চেয়ারম্যান আবুবকর গাজী নওয়াপাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম,উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার (আইসিটি) ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট ইউপি সচিব ও ইউপি সদস্য বৃন্দ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ জানান, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে টিকা দান কর্মসূচি চলমান আছে। সকাল থেকে সবগুলো কেন্দ্রে মানুষের আগ্রহের সাথে টিকা নিতে দেখা গেছে। কোথাও কোন অভিযোগ বা সমস্যা পাওয়া যায়নি।