দেবহাটার টাউনশ্রীপুরে জনগনের সম্মেলন অনুষ্ঠিত

0
493

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় টাউনশ্রীপুরে জনগনের সম্মেলন নামক ২দিনের কর্মসূচির উদ্বোাধন হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি, সুশীলনের সহযোগীতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকার সূচনাকারী দলের আয়োজনে সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের কর্মকর্তা, যুব সংগঠন, শিশুরা সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের অংশগ্রহন করেন। সভায় ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এপি ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইউএসএ মিশেল রিকস, ন্যাশনাল অফিসের সিএসপি ম্যানেজার চৌধুরী তাসফিকুর রহমান, আরইডি লিমা হান্না ডারিং, এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস, ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়াম্যান সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, ডিআরআরএ’র এডিএম জিএম আনজির হোসেন, অনিক ফাউন্ডেশন ও ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক মেহের আলী, সাস’র উপজেলা ম্যানেজার শামিম হোসেন, ব্রেকিং দ্যা সাইলেন্স’র সাইফুল ইসলাম, সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকমন্ডলী, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কাজের বিভিন্ন দিক পর্যালোচনামূলক আলোচনা পাশাপাশি উপজেলার মধ্যে দেবহাটা সদর, পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের ২৪টি গ্রামের অবহেলিত সকল মানুষ ও শিশুদের অপুষ্টিজনিত বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং কর্মপরিধি পর্যালোচনা করেন। আগামীতে উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়। মঙ্গলবার ২দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।