দেবহাটার ঈদগাহ বাজার কমিটি ও সাংবাদিকদের প্রচেষ্টায় ঘরে ফিরলো মানসিক প্রতিবন্ধী বাবু

0
217

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার ঈদগাহ হাট-বাজার দোকান ব্যবস্থাপনা কমিটি ও দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিকদের প্রচেষ্টায় নিজ পরিবারের সাথে ঘরে ফিরলো আরিফুল ইসলাম বাবু (২২) নামের এক মানসিক প্রতিবন্ধী। সে আশাশুনীর শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের আব্দুল হামিদ মোল্যার পুত্র। গত বুধবার সন্ধ্যায় বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ হয় আরিফুল। এরপর শুক্রবার সন্ধ্যায় আরিফুল পৌঁছায় দেবহাটার ঈদগাহ বাজারে। সেখানে অবস্থানকালীন সময়ে হাট-বাজার দোকান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু ও সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান মানসিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম বাবুর নাম, ঠিকানা শুনে শ্রীউলা ইউনিয়নের ৬নং ইউপি সদস্য ইয়াছিন আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি তার পরিবারকে জানান। সাথে সাথে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও সমাজসেবা অফিসার অধির কুমার গাইন এবং দেবহাটা প্রেসক্লাবের নের্তৃবৃন্দকে অবহিত করলে তারা সংশ্লিষ্ট ইউপি সদস্য ও উপজেলা কৃষকলীগের আহবায়ক নির্মল কুমার মন্ডলকে বিষয়টি জানায়। তিনি ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন। ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল মানবিক হয়ে তার পেটের ক্ষুধা নিবারনের জন্য নিজ বাড়িতে নিয়ে যান। সেখান থেকে খাওয়া-দাওয়া শেষে ঈদগাহ বাজারে রাত্রি যাপনের সুযোগ করে দেন। পর দিন শনিবার সকালে তার পরিবারের লোকজন আসলে তাদের হাতে হস্তান্তর করা হয় আরিফুলকে। এসময় তার পরিবারের হাতে ব্যক্তি গত তহবিল থেকে কিছু নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী তুলে দেন ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল।