দেবহটায় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

0
175

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৯টায় জার্মানী সরকারের অর্থায়নে মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের বাস্তবায়নে ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান উপ-রাষ্ট্রদূত কনস্ট্যানজা জারিনজার। এ সময় উপস্থিত ছিলেস. উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, দেবহাটা সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপারআলহাজ্ব শেখ ইয়াসিন আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মাহাবুর রহমান,ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, ইউপি সদস্য হাফিজুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার মোট ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।