দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৪৫০ মিটার কাঠামো

0
340

টাইমস রিপোর্ট : এবার দৃশ্যমান হলো পদ্মা সেতুর তৃতীয় স্প্যান। সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান বা সুপারস্ট্রাকচার ৭সি বসানোর মাধ্যমে সেতুটির ৪৫০মিটার কাঠামো দৃশ্যমান হলো।

আজ রোববার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধকিলোমিটারের সেতু। এর আগে গতকাল শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বহনকারী তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলার এলাকায় পৌঁছায়।

পদ্মা সেতু প্রকল্পের একটি সূত্র জানিয়েছে, স্প্যান বহনকারী ক্রেনটিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। তবে এটি স্থায়ীভাবে বসতে কয়েক দিন সময় লাগবে। এ ছাড়া স্প্যান ওঠানোর আগে যাবতীয় সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়।

এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর বসানো হয় প্রথম স্প্যান। চলতি বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর বসে দ্বিতীয় স্প্যান।