দূর্যোগে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণে শরণখোলায় ৬ হাজার পরিবারে সাইলো বিতরণ

0
1304
sdr

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় রবিবার সকাল থেকে প্রায় ৬ হাজার দরিদ্র পরিবারে বিনা মূল্যে পারিবারিক সাইলো (ড্রাম) বিতরণ শুরু হয়েছে। আপতকালীণ খাদ্যশস্য, বীজসহ প্রয়োজনীয় মালামাল সংরক্ষণের জন্য সরকারের আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের মাধ্যমে এ সাইলো বিতরণ করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উপজেলার রায়েন্দা খাদ্য গুদাম থেকে সাইলো বিতরণকালে প্রত্যেক সবিধাভোগীর হাতে এক প্যাকেট বিস্কুট ও একটি প্যাকেট জুস তুলে দেওয়া হচ্ছে। প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আবুল কালাম ও উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা দেবদূত রায় উপস্থিত থেকে সাইলো বিতরণ করেন।
প্রকল্পের কো-অর্ডিনেটর মো. আবুল কালাম জানান, শরণখোলার চারটি ইউনিয়নের মোট ৫হাজার ৯৬২ পরিবারে এ সাইলো দেওয়া হবে। প্রাকৃতিক দূর্যোগের সময় সাইলোতে সংরক্ষিত খাদ্যশস্য ও বীজ দীর্ঘদিন সুরক্ষিত থাকে। সরকার বিনা মূল্যে উপকূলীয় এলাকায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এগুলো দিচ্ছে। তিনি জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা তৈরী করা হয়েছে।