দুর্নীতি মুক্ত খুলনা গড়তে হাতপাখায় ভোট দিন – মাওঃ আব্দুল আউয়াল

0
460

প্রেস বিজ্ঞপ্তিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল বলেন, দেশ পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, দেশের এমপি মন্ত্রীরা এর সাথে জড়িত, তিনি বলেন এদেরকে যদি আবার ক্ষমতায় আনেন তাহলে এরা দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না, তাই আসুন দুর্নীতিবাজদের রুখে দিয়ে একটি আদর্শ সোনার বাংলা গড়ি, আর দুর্নীতি থেকে দেশকে পরিত্রাণ দিতে পারে একমাত্র ইসলাম। সকল দলমত নির্বিশেষে হাতপাখায় ভোট দিয়ে দুর্নীতি মুক্ত খুলনা গড়ার অঙ্গীকার করি।
তিনি বুধবার (৫ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ১৮, ১৯, ২০, ২২ ও ২৭ নং ওয়ার্ডের এক পৃথক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
কর্মী সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রজব আলী, মুফতী মাহবুবুর রহমান, নগর সহ-সভাপতি ও মহানগর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মিডিয়া সমন্বয়কারী শেখ মুহাম্মদ নাসির উদ্দীন, নগর সেক্রেটারি ও মহানগর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতি আমানুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, আলহাজ্ব মোঃ আবু তাহের, মোল্লা রবিউল ইসলাম তুষার, এইচ এম জুনায়েদ মাহমুদ, গাজী ফেরদাউস সুমন, শেখ আমিরুল ইসলাম, মুহাঃ সাইফুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ।
সন্ধ্যা ৬ টায় ১৯ ও ২০ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন শেখপাড়া বাজার কার্যালয়ে মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও মোঃ আবু হানিফের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান, আব্দুস ছালাম, আবু হানিফ, মোঃ একরাম, মোঃ হাবিব, হাফেজ মাওঃ মিরাজুল ইসলাম, মোঃ আবুল কাশেম প্রমুখ।
সন্ধ্যা ৭ টায় ২২ নং ওয়ার্ডের কর্মী সভা খুলনা নতুন বাজার লঞ্চঘাট কার্যালয়ে মোঃ আজিয়ার হোসেনের সভাপতিত্বে ও মোঃ ইলিয়াস হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান তালুকদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাবের হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, ক্বারী মাহমুদুল হাসান, মোঃ কবির হোসেন, মোঃ বোরহান উদ্দিন, হাফেজ রাসেল গাজী প্রমুখ নেতৃবৃন্দ।
রাত ৮ টায় ২৭ নং ওয়ার্ডের কর্মী সভা বাগমারা নিজস্ব কার্যালয়ে মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ আব্দুল হাইয়ের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রশিদ, আব্দুর রহিম, মোঃ হেমায়েত উদ্দিন, মোঃ ইনসান আলী, মোঃ নুর ইসলাম, মোঃ ইসমাঈল, মোঃ ফিরোজ, মুহাঃ হাবিবুল্লাহ গাজী, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
রাত ৯ টায় ১৮ নং ওয়ার্ডের কর্মী সভা সোনাডাঙ্গা আল আকসা মহল্লায় নিজস্ব কার্যালয়ে মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে ও মোঃ নুরুজ্জামান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল, আবুল বাশার বাদশাহ, আবু হানিফ, মোঃ হাফিজুর রহমান, মোঃ সোহেল আহমেদ, মোঃ আলমগীর, হাফেজ দিদারুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, হাফেজ নাজমুল ইসলাম, মোঃ আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ।