দুর্নীতির অভিযোগে খুলনায় প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

0
451

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়েছে। তারা হলেন- খুলনা সহকারী প্রাথমিক জেলার শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দু’টি আদেশে এ ঘোষণা দেওয়া হয়। যার কপি বৃহস্পতিবার সংশ্লিষ্টরা হাতে পেয়েছেন।
মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১’র উপ-সচিব মনোয়ারা ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ‘খুলনা সহকারী প্রাথমিক জেলার শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলামকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহে সংযুক্তি করা হলো।’
মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২’র উপ-সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক আদেশে উল্লেখ করা হয়, ‘খুলনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বদলি কার্যক্রম স্থগিত করা হলো। একইসঙ্গে ১ জানুয়ারি থেকে আদেশ জারি করা বদলিগুলোও বাতিল করা হলো। উভয় আদেশেই উল্লেখ আছে জনস্বার্থে জারি করে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’