দুবাইয়ে খুলেছে সবচেয়ে গভীর সুইমিং পুল ‘ডিপ ডাইভ দুবাই’

0
232
দুবাইয়ে খুলেছে সবচেয়ে গভীর সুইমিং পুল 'ডিপ ডাইভ দুবাই'

টাইমস বিদেশ : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল ‘ডিপ ডাইভ দুবাই’। পানির নিচে ডুবন্ত এক শহর। নাম ‘ডিপ ডাইভ দুবাই’। পুরো একটি শহরের আদলে বানানো হয়েছে এটি। এই সুইমিং পুলে স্কুবা ডাইভিং করে ডুবন্ত কোনও পরিত্যক্ত শহরের অভিজ্ঞতা নিতে পারবেন ডাইভাররা। সুইমিং পুলটি সাজানো হয়েছে পরিত্যক্ত কোনও শহরের আদলে। হলিউডের ফিল্মসেটের আবহ দেবে এই পুলটি। এতে আছে রেস্টুরেন্ট, বিলিয়ার্ড খেলার জায়গা এবং লাইব্রেরি। আরব আমিরাতের দুবাইয়ে খোলা হয়েছে ‘ডিপ ডাইভ দুবাই’ নামের এই সুইমিং পুল। ডিপ ডাইভ দুবাইয়ে স্কুবা ডাইভিং করতে পারবেন পেশাদার ও শৌখিন ডাইভাররা। পানির নিচে ভিন্ন এক জগতের অভিজ্ঞতার সুযোগ। দুবাইয়ে বিশালাকার ঝিনুক আকৃতির স্থাপনার ভেতর বানানো হয়েছে এই সুইমিং পুল। আশা করা হচ্ছে, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠবে ‘ডিপ ডাইভ দুবাই’। ডিপ ডাইভ দুবাইয়ের আয়তন ১ হাজার ৫০০ বর্গমিটার। এক কোটি ৪০ লাখ লিটার পানি ধরতে সক্ষম পুলটি। যা আন্তর্জাতিক অলিম্পিক গেমসের ৬টি সুইমিংপুলের সমান। প্রায় ২০ তলা একটি বাড়ির সমান সুইমিং পুলটির গভীরতা ১৯৬ ফুট বা ৬০ মিটার। গেল ২৭ জুন বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ডিপ ডাইভ দুবাইয়ের নাম ওঠে। এখন শুধু আমন্ত্রিত অতিথিরা নামতে পারবেন পুলে। আর পর্যটকদের জন্য ডিপ ডাইভ দুবাই উন্মুক্ত করা হবে এ বছরের শেষ দিকে।