দুদকের অভিযানে ব্যাংকের টাকা আত্মসাতকারী সাতক্ষীরার জুনায়েদ হোসেন গ্রেফতার

0
470

মারুফ গাজী ঃ
১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা জেলার মেসার্স লস্কর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ জুনায়েদ হোসেনকে সোমবার গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জুনায়েদ হোসেন এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে খুলনা সমন্বিত জেলা কার্যালয় দুদকের সদস্যগণ।
জানা যায়, জুনায়েদ হোসেন সাতক্ষীরার কাটিয়া লস্কর পাড়ার মৃত সাহাদাত হোসেন লস্করের ছেলে। তার বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক’র খুলনা শাখা হতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স লস্কর ট্রেডার্সের অনকুলে চার কোটি তদুর্দ্ধ টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে এ মামলা দাযের করেন।
মামলার তদন্ত করেন দুদক, সমান্বিত জেলা কার্যালয়, খুলনার উপসহকারী পরিচালক নীলকমল পাল। অভিযুক্ত আসামী ২০০৪ সালের ২৭ জানুয়ারী মাস সময় হতে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪ কোটি ৯৭ লক্ষ ৪ হাজার তেষট্টি টাকা ঋণগ্রহন করেন। আইনানুযায়ী যথাসময়ে টাকা পরিষোধের নিয়ম বহাল থাকলেও এক পর্যায়ে সে ব্যাংকের সাথে প্রতারণা শুরু করে। সর্বশেষ সে ২০১০ সালের ১৯ জানুয়ারী পর্যন্ত টাকা পরিশোধ করে বলে জানিয়েছে দুদক। প্রতারণার এক পর্যায়ে ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত সুদাসলে ১০ কোটি ২৪ লক্ষ ৫৩ হাজার টাকার সহকারী আর্থিক ক্ষতিসাধন হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন ’দুদক’। আসামী জুনায়েদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমান্বিত জেলা কার্যালয়, খুলনা ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর দন্ড বিধি ৪০৯/৪২০ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪।