দু’টি হ্যাটিট্রিক করা ভারতের প্রথম বোলার যাদব

0
222

খুলনাটাইমস স্পোর্টস : আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার হ্যাটিট্রিক করা ভারতীয় প্রথম বোলার হলেন স্পিনার কুলদীপ যাদব। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পর পর তিন বলে তিন উইকেট শিকার করে ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দুইটি হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বিশাখাপতœমে নিজের অস্টম ওভারের শেষ তিন বলে শাই হোপ(৭৮), জেসন হোল্ডা(১১) এবং আলজারি জোসেফকে(০) আউট করে ওয়ানডে ক্রিকেটে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পান যাদব। এর আগে ২০১৭ সালে কোলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করে ওয়ানডে ক্রিকেটে ভারতের চেতন শর্মা, কপিল দেব ও মোহাম্মদ সামির সঙ্গে হ্যাটট্রিক এলিট ক্লাবের সদস্য হন যাদব। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্মেট মিলিয়ে ভারতের আর কোন বোলারেরই একটির বেশি হ্যাটট্রিক নেই। ওয়ানেড ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক ক্লাবের আন্তর্জাতিক বোলার হিসেবে শ্রীলংকার লাসিথ মালিঙ্গা, পাকিস্তানের ওয়াসিম আতরাম, শ্রীলংকার চামিন্ডা বাস, পাকিস্তানের সাকলাইন মুশতাক ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের সঙ্গে যোগ দিলেন ভারতের যাদব। ওয়ানডে ক্রিকেটে তিনটি হ্যাটট্রিক রয়েছে কেবলমাত্র মালিঙ্গার।