দুই শিক্ষার্থীকে হুমকির ঘটনায় রাবি ছাত্রলীগের ২ নেতাকে বহিষ্কার

0
570

খুলনাটাইমস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর চোখ তুলে নেওয়ার হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার বলেন, গত রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু হাশেম ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সংস্কৃত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আবদুল হক। এর আগে শুক্রবার রাত দেড়টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছিট খালি হওয়া নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুর রহমান আশিক এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মরত ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত রহমানের সঙ্গে ওই দুই ছাত্রলীগ নেতার কথাকাটি হয়। আশিকের অভিযোগ, পরে আবু হাশেম ও আবদুল হক তাকে ও আরাফাতকে চোখ তুলে নেওয়ার হুমকি দেয়। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কার আদেশে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে‘তাদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হল। তবে সাময়িক বহিষ্কারে সন্তুষ্ট নন জানিয়ে আরাফাত রহমান বলেন, এ ধরনের বহিষ্কার নাটক ছাড়া আর কিছুই না। আমরা এ ধরনের বহিষ্কার নাটক এর আগেও দেখেছি। মাস দুই পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগই কেন্দ্রীয় কমিটির কাছে ফের সুপারিশ করবে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার জন্য।