দুই মামলায় জামিন পেলেন রাশেদ চিশতি

0
178

টাইমস ডেস্ক:
ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) অর্থ পাচারের দুই মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাকে জামিনের এ আদেশ দেন। এর আগে আসামি রাশেদুলের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। অন্যদিকে দুদক জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০ হাজার টাকার মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন। চলতি বছরের ২১ জুলাই ৪০ কোটি ৭৯ লাখ টাকা ও ২৭ জুলাই ১ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেন। উল্লখ্য, অনিয়ম, জাল-জালিয়াতি ও মানিলন্ডারিং মামলায় ২০১৮ সালের ১০ এপ্রিল থেকে রাশেদ চিশতী কারাগারে আছেন।